খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান
ভেড়ামারা উপজেলায় সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ঈদ উপলক্ষে সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়। ঈদ উদযাপন করতে না পারা এসব কৃষকের মধ্যে সেমাই, চিনি, তেল, পোশাক এবং অন্যান্য জরুরি সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ আনন্দে অংশগ্রহণের জন্য এসব ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান করা হয়, যাতে তারা ঈদের দিনে কিছুটা স্বস্তি অনুভব করতে পারেন। এই উদ্যোগে স্থানীয় সমাজকল্যাণকর্মী, জনপ্রতিনিধি এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।ভেড়ামারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫০০ কৃষক পরিবারের মাঝে ঈদ উপহার ও বস্ত্র বিতরণ
কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা, আড়কান্দি, মাধবপুর ও গোসাইপাড়া গ্রামে সম্প্রতি সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫০০ কৃষক পরিবারের মাঝে আজ শনিবার সকালে ঈদ উপহার, খাদ্য সামগ্রী এবং বস্ত্র বিতরণ করা হয়। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া-৩ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা প্রশাসক এহেতেশাম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মহসিন আল মুরাদ, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, মিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দার, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু।
এ ছাড়া, উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম, কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং পৌর আওয়ামী লীগের সভাপতি আবুহেনা মোস্তফা কামাল মুকুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামীম আহম্মেদ, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য এই উদ্যোগের মাধ্যমে তাদের ঈদের আনন্দ কিছুটা হলেও ফিরিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে, এবং সরকারের পক্ষ থেকে দ্রুত পুনর্বাসনের আশ্বাস দেওয়া হয়েছে।