স্টাফ রিপোর্টার
ডিআরইউ (ঢাকা রিপোর্টার্স ইউনিটি)-এর প্রয়াত চার সদস্যের আত্মার মাগফিরাত ও শান্তির জন্য এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সংগঠনটির উদ্যোগে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে সংগঠনের সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা প্রয়াত সদস্যদের আত্মার শান্তি কামনা করে মোনাজাতে অংশ নেন। অনুষ্ঠানে ডিআরইউ’র সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন এবং প্রয়াত সদস্যদের কর্মজীবন ও অবদানের উপর আলোচনাও করা হয়।
এই দোয়া মাহফিলের মাধ্যমে সংগঠনটি তাদের প্রয়াত সদস্যদের অবদান স্মরণ করে এবং তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানায়।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর স্থায়ী সদস্য বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিম, সাবেক দপ্তর সম্পাদক সৈয়দ আহমেদ অটল, স্থায়ী সদস্য শহীদুল ইসলাম এবং লায়েকুজ্জামানের জন্য দোয়া মাহফিল ১৫ মার্চ, ২০২৪ শুক্রবার বাদ জুমা ডিআরইউ’র সাগর-রুনী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এ সময় ডিআরইউ’র সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ, অর্থ সম্পাদক মো: জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, দপ্তর সম্পাদক রফিক রাফি, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. রাশিম (রাশিম মোল্লা), সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, কল্যাণ সম্পাদক মো: তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য মো: হাবিবুর রহমান (হাবিব রহমান), সাঈদ শিপন, রফিক মৃধা এবং মো: শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়া ডিআরইউ’র সাবেক সভাপতি শাহেদ চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক আইনী ইলিয়াস, সাবেক কার্যনির্বাহী সদস্য আয়াতুল্লাহ আকতার, এস কে রেজা পারভেজসহ সংগঠনের অন্যান্য সদস্যরাও দোয়া মাহফিলে অংশ নেন। প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয় এবং তাদের কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।